মাঘের আকাশটার আজ মন খারাপ খু-ব! সারাটা দিন কেমন মেঘলা ছিল। কখনো ঝিরিঝিরি বৃষ্টি, আবার কখনো দমকা হাওয়া। শুষ্ক এই মাঘ মাসের প্রকৃতি বৃষ্টিতে ভিজে কেমন মন-মরা হয়ে গেছে।
বৃষ্টির কারণে তাপমাত্রা কমেছে, আর শীতের দৌরাত্ম্যও বেড়ে গেছে।
খনার বচনে আছে,"যদি বর্ষে মাঘের শেষ/ ধন্যি রাজার পুণ্যি দেশ।"
গাছের কচি কিশলয়-মুকুল বৃষ্টির তালে তালে নেচে উঠছে ক্ষণে ক্ষণে, যা দেখে মন জুড়িয়ে যায়। মাঘের এই বৃষ্টি ভেজা রুপটা সত্যিই মনোমুগ্ধকর!
--খাদিজা নাওরীন
০৪/০২/২২
No comments:
Post a Comment