কল্পনা
খাদিজা নাওরীন
কল্পনায় আমি কখনো হই দেশের রাজা,
সুখে শান্তিতে থাকে সেখানে আমার প্রজা।
কখনো গায়ে এপ্রোন কাঁধে স্টেথোস্কোপ ঝুলিয়ে,
চিকিৎসা দেই আমি গরিবের মাথায় হাত বুলিয়ে।
কখনো মাঠের মাঝে গিয়ে উড়াই ঘুড়ি,
হয়তোবা পাইলট হয়ে আকাশে উড়ি।
কখনো মাঠের মাঝে করি হাল-চাষ,
দেখতে চাইনা কভু ফসলের বিনাশ।
কখনো কবি, কখনো শিক্ষক বা ইঞ্জিনিয়ার,
স্থির করতে পারিনা লক্ষ্য পাল্টাই বারবার।
যে পেশার দিকে কল্পনার চোখে তাকাই,
সে পেশার মহত্ত্ব চোখে ধরা পড়ে তাই-
আমি সে পেশার পেশাজীবি হতে চাই।
১০-০৬-২০১৭
No comments:
Post a Comment