এ পবিত্র মাস মানুষকে যত খারাপ কাজ আছে তা থেকে বিরত রাখে এবং ইবাদত করতে উৎসাহিত করে।
রমজান শুরু হওয়ার আগেই রমজান মাসে কী কী আমল করা যায় এ বিষয়ে একটি রুটিন করে নেয়া যেতে পারে। তাহলে রোজা রেখে ধারাবাহিকতা বজায় করে ইবাদত করাটা সহয হবে অনেকটা। এজন্য প্রথমেই মনকে স্তির রেখে আল্লাহকে খুশি করার জন্য ইবাদতের প্রস্তুতি নিতে হবে। অনেকে রমজানের আগে এত বেশি ইবাদতের চিন্তা করেন যে, পরে কোনো কারণে একদিন যদি ইবাদত কম হয় তাহলে ভেঙে পড়েন এবং ইবাদতের আগ্রহ হারিয়ে ফেলেন। সুতরাং পরিমাণে বেশির চিন্তা না করে আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইবাদত হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
আল্লাহ তা’লা আমাদের সবাইকে রমজানে নেক আমল করার তৌফিক দিন। আ-মি-ন।
খাদিজা নাওরীন
১৪-০৩-২০২৩
No comments:
Post a Comment