Monday, 13 March 2023

রমজানের প্রস্তুতি

              পবিত্র রমজান মাসের আর মাত্র কয়েকটা  দিন বাকি। ধর্মপ্রাণ মুসলমানরা অতি আগ্রহে অপেক্ষা করেন এই মাসটির জন্য, কারণ এই মাসের ফজিলত অনেক।

            এ পবিত্র মাস মানুষকে যত খারাপ কাজ আছে তা থেকে  বিরত রাখে এবং ইবাদত করতে উৎসাহিত করে।
 
           রমজান শুরু হওয়ার আগেই রমজান মাসে কী কী আমল করা যায় এ বিষয়ে একটি রুটিন করে নেয়া যেতে পারে।  তাহলে  রোজা রেখে ধারাবাহিকতা বজায় করে ইবাদত করাটা সহয হবে অনেকটা। এজন্য প্রথমেই মনকে স্তির রেখে আল্লাহকে খুশি করার জন্য ইবাদতের প্রস্তুতি নিতে হবে। অনেকে রমজানের আগে এত বেশি ইবাদতের চিন্তা করেন যে, পরে কোনো কারণে একদিন যদি ইবাদত কম হয় তাহলে ভেঙে পড়েন এবং ইবাদতের আগ্রহ হারিয়ে ফেলেন। সুতরাং পরিমাণে বেশির চিন্তা না করে আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইবাদত হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

           আল্লাহ তা’লা আমাদের সবাইকে রমজানে নেক আমল করার তৌফিক দিন। আ-মি-ন।


             খাদিজা নাওরীন
             ১৪-০৩-২০২৩

No comments:

Post a Comment

কবিতা : ঈদের চাঁদ

        ঈদের চাঁদ    খাদিজা নাওরীন ঈদের ঘোষণা দিল ঐ চাঁদ উঠে আকাশে, খুশির জোয়ার চলছে তাই  বাতাসে- বাতাসে। ঐ ঈদের চাঁদে যত খুশি লুকানো! প্রকা...