ঈদের চাঁদ
খাদিজা নাওরীন
ঈদের ঘোষণা দিল ঐ চাঁদ
উঠে আকাশে,
খুশির জোয়ার চলছে তাই
বাতাসে- বাতাসে।
ঐ ঈদের চাঁদে
যত খুশি লুকানো!
প্রকাশ পাচ্ছে তাইতো
যত আনন্দ জমানো।
ঈদের চাঁদে আছে শুধুই
আনন্দ আর হাসি,
কষ্ট এবং দুঃখ যত
হয়ে যাক না বাসি।
রাত পোহালে আসবে সকাল
তাকবে না মনে জিদ,
পরস্পরকে বলবে সবাই
ঈদ ুমোবারক, ঈদ!
২৫-০৬-২০১৭